ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ইতালিতে বাংলাদেশিদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, প্রবাসীদের কল্যাণে একাধিক পরিকল্পনা

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৪:৫৯:৪২
ইতালিতে বাংলাদেশিদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, প্রবাসীদের কল্যাণে একাধিক পরিকল্পনা

ডুয়া ডেস্ক: ইতালিতে বসবাসকারী বাংলাদেশি মুসলিমদের ঈমান-আমল রক্ষা, অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত এবং প্রবাসীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে 'আত-তাক্বওয়া কালচারাল এসোসিয়েশন' নামে একটি নতুন সংগঠন যাত্রা শুরু করেছে।

সংগঠনটি আনুষ্ঠানিকভাবে ১৫ ফেব্রুয়ারি (শনিবার) ইতালির ইয়েসি শহরে কার্যক্রম শুরু করে। ইতালি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে নিবন্ধিত এই সংস্থাটি নিজস্ব ভবনের উদ্বোধনের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত-তাক্বওয়া কালচারাল এসোসিয়েশনের দায়িত্বশীল রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলানো থেকে আগত মাওলানা ইউনুস আলী। মাওলানা আব্দুর রহিম ও মাওলানা সুলাইমান সাদীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত-তাক্বওয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইয়াকুব হাসান, সংস্থার অন্যান্য দায়িত্বশীল, স্বেচ্ছাসেবক, এবং স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ প্রবাসীবৃন্দ।

ইতালি প্রবাসী উলামায়ে কেরামের মধ্যে হাফেজ আবির সরকার, মুফতি আরাফাত হোসাইন, মুফতি মাহদি হাসান ও মাওলানা ইমরান হোসাইন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "প্রবাসে আমরা একটি পরিবার। আসুন সবাই মিলে দ্বীন শিখি ও আমল করি। তাহলেই সুন্দর সমাজ গঠন করা সম্ভব।" ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়ে তিনি মসজিদ, মাদরাসা ও কবরস্থানসহ সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রবিউল ইসলাম বলেন, "মসজিদ হলো ইসলামি সমাজ ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এখান থেকেই মুসলিম উম্মাহর ঐক্য, জ্ঞান ও ইসলামি শিক্ষার বিস্তার ঘটে।" তিনি আরও জানান, এই সংগঠনের মূল লক্ষ্য হলো ইতালির সকল মুসলিম প্রবাসীদের ঈমান, আমল, ইবাদত, মুয়ামালাত, মুয়াশারাত, আখলাকসহ দীনের সকল বিষয়ে সহায়তা করা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাদের ত্রিশটিরও বেশি প্রকল্প রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

* মসজিদ, মাদরাসা ও সামাজিক কার্যক্রম পরিচালনা।

* সকল মুসলিমের ঈমান-আমল রক্ষার ব্যবস্থা গ্রহণ।

* অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত প্রদানের জন্য 'ওপেন ডে' আয়োজন।

* খাবারের গুণগত মান ও হালাল-হারাম নিরীক্ষণের জন্য খাদ্যদ্রব্যের ল্যাব টেস্ট।

* মাদরাসার কিতাব বিভাগ ও ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল প্রতিষ্ঠা।

* ইসলামি ও ক্যারিয়ার ভিত্তিক বিভিন্ন কোর্স ও কর্মশালার আয়োজন।

* বৃহৎ বাণিজ্য সংস্থা গড়ে তোলার জন্য সম্মিলিত তহবিল গঠন।

সংগঠনটি বিত্তবান মুসলিমদের প্রতি তাদের পরিকল্পনা বাস্তবায়নে দান-সদকা ও সেবার মাধ্যমে অবদান রাখার আহ্বান জানিয়েছে। মসজিদ ও মাদরাসার কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে