ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ইতিবাচক প্রবণতায় ফিরেছে শেয়ারবাজারের সূচক ও লেনদেন

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৪:৪৭:০০
ইতিবাচক প্রবণতায় ফিরেছে শেয়ারবাজারের সূচক ও লেনদেন

ডুয়া নিউজ: আগেরদিন নেতিবাচক প্রবণতায় লেনদেন হলেও একদিন পরই ইতিবাচক প্রবণতায় ফিরেছে দেশের উভয় শেয়ারবাজার। আজ উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে।

তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ বাড়লেও দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১১ পয়েন্টে। আগেরদিন সূচক কমেছিল ২.৬৯ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪১৫ কোটি ৯৫ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৫৬টির এবং পরিবর্তন হয়নি ৬৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

আজ সিএসইতে আজ ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৫৫ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ৭২টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৮৫.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৯ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ২৮ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে