ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৩:১৩:৩৫
সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

ডুয়া ডেস্ক: সৌদি আরবে গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩৭৯৯ জনকে আবাসন আইন, ৫৫৯৪ জনকে নিরাপত্তা এবং ৩২৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২,১৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে ৩৬% ইয়েমেনি, ৬৩% ইথিওপিয়ান এবং ১% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগ করার সময় ১৮৪ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

গালফ নিউজ-এর প্রতিবেদন অনুসারে, এই সময়ে ১০৮২২ জন প্রবাসীকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। আইন ভঙ্গকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সাথে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সৌদি আরবে ৩৮,৭৭৭ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনে সহায়তা করলে কঠোর শাস্তির (১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লক্ষ সৌদি রিয়াল জরিমানা) বিষয়ে সতর্ক করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে