ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

৩০ টাকা দরে চাল পাবে ৫০ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১২:০০:৪৮
৩০ টাকা দরে চাল পাবে ৫০ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

ডুয়া ডেস্ক: রমজান মাস উপলক্ষ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল মাসে ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই মাসে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে। প্রতিটি পরিবার ১৫ কেজি চাল পাবে, যার মূল্য প্রতি কেজি ৩০ টাকা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এই তথ্য জানান।

তিনি আরও জানান, টিসিবির মাধ্যমে আরও ৫০ হাজার টন এবং ওএমএসের মাধ্যমে এক লাখ টন চাল বিতরণ করা হবে। এছাড়া ঈদে এক কোটি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

খাদ্য উপদেষ্টা বলেন, রমজান মাসে স্বল্পমূল্যে এবং বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আলী ইমাম মজুমদার আরও যোগ করেন, খাদ্য বিতরণের এই উদ্যোগ বাজারের দাম নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং এর প্রধান তদারকি করবেন ডিসিরা।

সভায় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে