ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শিগগিরই আসছে তেলের বড় চালান, রমজানের আগেই কাটবে সংকট

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১১:৪২:১১
শিগগিরই আসছে তেলের বড় চালান, রমজানের আগেই কাটবে সংকট

ডুয়া ডেস্ক: ডিসেম্বর মাসে সয়াবিন তেলের দাম বৃদ্ধির পরে বাজারে আবারও সংকট দেখা দিয়েছে। আসন্ন রমজানেও এই সংকট চলতে পারে কিনা তা নিয়ে আলোচনা করতে ভোক্তা অধিকার অধিদপ্তর ১৬ই ফেব্রুয়ারি সরবরাহকারী ও বিক্রেতাদের সাথে একটি বৈঠক করে। পাইকারি ব্যবসায়ীরা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উপর কৃত্রিম সংকট তৈরি ও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন।

তবে টিকে গ্রুপের পরিচালক সফিউল তসলিম জানান, ২৪ তারিখে তেলের একটি বড় চালান আসবে এবং ২৬শে ফেব্রুয়ারির পর সংকট কেটে যাবে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রয়েছে এবং টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও বাংলাদেশ এডিবল অয়েল চাহিদার তুলনায় বেশি তেল আমদানি করছে। যা আগামী ৭-১০ দিনের মধ্যে বাজারে পাওয়া যাবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান সতর্ক করে বলেছেন, ভোজ্য তেলের সাথে অন্য পণ্য, যেমন চাল, আটা বা চা পাতা কিনতে বাধ্য করা হলে কোম্পানি ও ডিলারদের জরিমানা করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে