ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আসছে হাসনাত-সারজিসদের নতুন ছাত্রসংগঠন

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১১:১৬:৩১
আসছে হাসনাত-সারজিসদের নতুন ছাত্রসংগঠন

ডুয়া ডেস্ক: রাজনীতিতে যোগ হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। তবে এর আগেই হাসনাত-সারজিসদের হাত ধরে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি ছাত্র সংগঠন। যদিও সংগঠনটির নাম বা আত্মপ্রকাশের তারিখ এখনো জানা যায়নি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নেতাদের মাধ্যমেই এটি গঠিত হতে যাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সূত্র নিশ্চিত করেছে যে, নতুন ছাত্র সংগঠনটির নামকরণ এখনো হয়নি। যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের মাধ্যমেই এর আত্মপ্রকাশ ঘটবে। সূত্রটি আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে রূপ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। কারণ এই আন্দোলনে সকলেরই অবদান ছিল।

ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন নেতা তাদের ফেসবুক পোস্টে নতুন ছাত্র সংগঠন আসার ইঙ্গিত দিয়েছেন। তাদের 'হ্যাশট্যাগ স্টুডেন্ট ফার্স্ট, হ্যাশট্যাগ বাংলাদেশ ফার্স্ট' ব্যবহার করা পোস্টটি নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে। প্ল্যাটফর্মটির ফেসবুক পেজেও একই ধরনের পোস্ট দেখা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের জানান, খুব শীঘ্রই গণমানুষ ও তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তিনি আরও বলেন, "রাজনৈতিক দলটি সম্পূর্ণরূপে গণমানুষ ও তরুণদের দ্বারা গঠিত হবে। জুলাই-আগস্টের আন্দোলনে বাংলাদেশের তরুণদের আত্মত্যাগ মানুষের আস্থা অর্জন করেছে এবং সেই প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান হতে চলেছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে