ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভূমিকম্পে কেঁপে উঠলো নয়া দিল্লি

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১০:২২:১০
ভূমিকম্পে কেঁপে উঠলো নয়া দিল্লি

ডুয়া ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের নয়াদিল্লি। ৪ মাত্রার ভূমিকম্প অনূভূত হয় ভারতের রাজধানীতে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উত্তর ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও দিল্লিই ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে এর গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্প আঘাত হানার সময় তীব্র শব্দও শোনা গেছে। ভূমিকম্পের ফলে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে এক্সে করা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার আহ্বান জানান।

এছাড়া কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে