ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

৩৫০ দিনে শেষ হবে বিসিএস, পরিকল্পনায় পিএসসি

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১০:০৫:৩০
৩৫০ দিনে শেষ হবে বিসিএস, পরিকল্পনায় পিএসসি

ডুয়া ডেস্ক: বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রিতা চাকরিপ্রার্থীদের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি বিসিএস সম্পন্ন করতে ক্ষেত্রবিশেষে তিন থেকে চার বছর পর্যন্ত সময় লাগছে। যা চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে।

পিএসসি সূত্রে জানা যায়, তারা এখন থেকে একটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ ৩৫০ দিন সময় নেবে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

উদাহরণ হিসেবে ৪৪তম বিসিএস পরীক্ষার কথা উল্লেখ করা যায়। এই পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২১ সালের নভেম্বরে প্রকাশিত হয়। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে, যেখানে প্রায় সাড়ে তিন লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ১৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা শুরু হয় একই বছরের ২৯ ডিসেম্বর, যেখানে উত্তীর্ণ হন ১১ হাজারের বেশি প্রার্থী। মৌখিক পরীক্ষা ২০২৪ সালে শুরু হলেও তা বাতিল করে নতুন করে গত ৫ জানুয়ারি থেকে আবার শুরু করা হয়েছে। পিএসসি সূত্র মতে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে।

৪৪তম বিসিএসের কার্যক্রম শেষ হতে প্রায় চার বছর লেগে যাচ্ছে। যেখানে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং অন্যান্য যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। এর সঙ্গে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে আরও এক বছর সময় লাগতে পারে। অর্থাৎ একজন চাকরিপ্রার্থীকে বিসিএসে নিয়োগের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

বর্তমানে ৪৪তম বিসিএসের পাশাপাশি ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএসের কার্যক্রমও চলমান রয়েছে। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন ক্যাডার এবং ১ হাজার ২২ জন নন-ক্যাডার নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এই পরীক্ষার জন্য আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থী। তবে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি।

এই দীর্ঘসূত্রিতার কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তাই পিএসসি চলমান চারটি বিসিএসের কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে এবং পরবর্তী বিসিএস থেকে ৩৫০ দিনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা করছে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, ৪৮তম বিসিএস থেকে প্রতি বছর একটি বিসিএস সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যা বাস্তবায়িত হলে ৪৮তম বিসিএস এক বছরের মধ্যে শেষ করা সম্ভব হবে।

এদিকে বিসিএস পরীক্ষা এক থেকে দেড় বছরের মধ্যে শেষ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। গত শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে জনপ্রশাসন সংস্কার কমিশনের এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রশাসনে মেধাভিত্তিক নিয়োগ ও মধ্য পদোন্নতি নীতিমালা/আইন প্রণয়ন করা যেতে পারে, যাতে সহজেই সেটি পরিবর্তন করা না যায়। সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময়রেখা প্রতিষ্ঠা করা উচিত, বিশেষ করে বিসিএস, বর্তমান নিয়োগপ্রক্রিয়াটি অত্যধিক দীর্ঘ বিধায় নিয়োগ থেকে যোগদান পর্যন্ত প্রক্রিয়াটিকে সহজতর করা প্রয়োজন। বিসিএস পরীক্ষা এক থেকে দেড় বছরের মধ্যে শেষ করতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে