ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

রেস-কে ১০ মিউচুয়াল ফান্ড পরিচালনার ক্ষমতা ফিরিয়ে দিল বিএসইসি

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ০৭:০৪:২৬
রেস-কে ১০ মিউচুয়াল ফান্ড পরিচালনার ক্ষমতা ফিরিয়ে দিল বিএসইসি

ডুয়া নিউজ: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রেস অ্যাসেট ম্যানেজমেন্টের মিউচুয়াল ফান্ড ট্রান্সফারের তদন্তের আদেশ প্রত্যাহার করে নিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি পাশাপাশি ফান্ডগুলো পরিচালনার অধিকার আবার রেস অ্যাসেট ম্যানেজমেন্টকে ফিরিয়ে দিয়েছে।

গত সপ্তাহে বিএসইসি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। এ আদেশের মাধ্যমে বিএসইসি পূর্বে জারি করা তদন্ত আদেশ প্রত্যাহার করে নিয়েছে।

একই আদেশে রেসের পোর্টফোলিওতে থাকা অ্যাসেটের ব্লক ট্রানজাকশন নিষিদ্ধ করার আদেশও তুলে নিয়েছে।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আইনি দিকগুলো যাচাই করার পর এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় বিএসইসি তদন্ত চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, আগের মতো ফান্ডগুলো পরিচালনার অধিকার রেসকে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই বিষয়ে হাইকোর্টে মামলা চলছে। তাই বিএসইসি আর এ বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় না।

এর আগে গত জুনে বিএসইসি এক আদেশে রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ১০টি মিউচুয়াল ফান্ডের ইউনিটের ব্লক মার্কেট ট্রানজাকশন নিষিদ্ধ করেছিল।

এই ফান্ডগুলো হলো: ইবিএল ফার্স্ট, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট, আইএফআইসি ব্যাংক ফার্স্ট, ফার্স্ট জানাতা ব্যাংক, পপুলার লাইফ ফার্স্ট, পিএইচপি ফার্স্ট, ইবিএল এনআরবি, এবি ব্যাংক ফার্স্ট, এক্সিম ব্যাংক ফার্স্ট এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।

এরপর এক পর্যায়ে বিএসইসি রেস অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালনাধীন ফান্ডগুলোর ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অভিযোগ তোলে যে প্রতিষ্ঠানটি ফান্ডগুলোর অর্থ অপব্যবহার করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে