ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঢাবি সিন্ডিকেটের ৯ সদস্যপদ বাতিলের বিষয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত জানালেন

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ২১:০৭:১৮
ঢাবি সিন্ডিকেটের ৯ সদস্যপদ বাতিলের বিষয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত জানালেন

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নয় সদস্যপদ বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। যা শনিবার বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে।

সিন্ডিকেটে সদস্যপদ বাতিল হওয়া ওই নয় সদস্য হলেন- মো. আবদুস ছামাদ, মো. মাসুদুর রহমান, মো. নিজামুল হক ভূইয়া, আবু হোসেন মুহম্মদ আহসান, মোহাম্মদ শরিফ উল ইসলাম, মাহিন মোহিদ, এস এম বাহালুল মজনুন, সীতেশ চন্দ্র বাছার ও রামেন্দু মজুমদার।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে সিন্ডিকেটের নয়জন সদস্যের সদস্যপদ চালিয়ে না যাওয়ার বিষয়ে প্রস্তাব করেছিল বিশ্ববিদ্যালয়। ওই প্রস্তাবে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে