ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র সংঘর্ষ; আহত ২০

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ২০:০৩:৫৪
রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র সংঘর্ষ; আহত ২০

ডুয়া ডেস্ক : আন্তঃবিভাগ ক্রিকেট খেলা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তবে সংঘর্ষে গুরুতর আহত ৫ শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) পাঠানো হয়েছে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে গণিত বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের খেলা শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহতরা হলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন, একই বিভাগের ২১-২২ সেশনের মানিক বাবু, সাইদ সিয়াম, মনির আহমেদ, ১৯-২০ সেশনের শহিদ আক্তার ও ২০২০-২১ সেশনের আলি আহসান। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে গণিত বিভাগের ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আহত হয়েছেন কিনা জানা যায়নি।

জানা যায়, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে দুই বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের গ্যালারির দুই পাশে বসে খেলা দেখছিলেন। তখন তাদের মধ্যে স্লেজিংয়ের ঘটনা ঘটে। খেলা শেষে যখন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ পরাজিত হয় তখন তারা গণিত বিভাগের ওপর চড়াও হন। একপর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা গণিত বিভাগের শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তখন সেখানে পাঁচজন শিক্ষার্থী আহত হন।

সংঘর্ষের একপর্যায়ে গণিত বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের মাঠের মধ্যে অবস্থান নেয়। তবে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের অপর পাশের গেট ভেঙে মাঠের ভেতরে প্রবেশ করে। এতে আরেক দফায় সংঘর্ষ বাঁধে। তখন শিক্ষকসহ প্রায় ১৫ জন আহত হয়।

এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক শেখ শামসুল আরেফিন বলেন, “ঘটনাস্থলে আমি ছিলাম না। পরবর্তীতে শিক্ষার্থীদের কাছে জানতে পেরেছি। গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের বিভাগের শিক্ষার্থীদের গালাগালি করছিল। পরবর্তীতে ওই বিভাগের শিক্ষকরা গালাগালি করে। যার ফলে আমার বিভাগের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যায়। এখন আমি শিক্ষার্থীদের সাথেই আছি।”

গণিত বিভাগের সভাপতি অধ্যাপক আসাবুল হক বলেন, “শুরু থেকেই আমি খেলার মাঠে ছিলাম। আমাদের শিক্ষার্থীরা খুব শান্তভাবেই খেলা উপভোগ করছিল। একপর্যায়ে খেলা শেষ হলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “বিকেল সাড়ে ৪টার দিকে আমার কাছে ফোন আসে। তখন জানতে পারি যে গণিত বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মধ্যে কিছুটা ঝামেলা তৈরি হয়েছে। এসে দেখতে পাই দুই বিভাগের শিক্ষার্থীরা মাঠে মুখোমুখি অবস্থান নিয়েছে। তখন গ্যালারিতে থাকা শিক্ষার্থীরাও মাঠে ঢুকে পরে। যদিও এই খেলাতে দুই বিভাগের শিক্ষকদের থাকার কথা ছিল। কিন্তু এক বিভাগের শিক্ষকরা কম ছিল। যার জন্য তাদেরকে থামানো যাচ্ছিল না। পরবর্তীতে শিক্ষকদের ডেকে এনে পরিস্থিতি শান্ত করা হয়েছে। দুই বিভাগের শিক্ষার্থীদের দুই পাশের গেট দিয়ে বের করে দেওয়া হয়েছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে