ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পিকনিক ২৬ ফেব্রুয়ারি

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৯:১৪:৩৯
রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পিকনিক ২৬ ফেব্রুয়ারি

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পিকনিক আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হবে।

পিকনিকের সদস্য প্রতি চাঁদা নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। অতিথিদের জন্যও চাঁদার হার দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে ১২ বছরের নিচের ছেলে-মেয়েদের চাঁদার হার এক হাজার টাকা এবং গাড়ী চালকদের জন্য পাঁচশ’ টাকা নির্ধারণ করা হয়েছে।

পিকনিকে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শিরীন সুলতানা (মোবাইল: ০১৮১৯-২১৫২৯৫), সদস্য সচিব নাসিমা আক্তার শিমু (মোবাইল: ০১৭১৬-৫৩৩৭৪২), সদস্য আয়েশা সিদ্দিকা মানি (মোবাইল: ০১৯৬৮-৬৩৪৮৫০), রুনা নাজের (০১৭১১-৩৪৫৯৫২) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে বিকাল ৫টায় পরিচিতি সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি শিরীন সুলতানাকে আহ্বায়ক এবং নাসিমা আক্তার শিমুকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে