ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ যে সময়ে

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৯:০৬:১১
ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ যে সময়ে

ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে আগামী মার্চের মাসের মাঝামাঝি সময়ে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান অনুষদের ডিন ও বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুস সালাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাধারণত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে এই ফল প্রকাশে নির্ধারিত এই সময়ের দুয়েকদিন আগে পরেও হতে পারে।

ড. আবদুস সালাম আরও বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্রের মানও স্ট্যান্ডার্ড হয়েছে বলে অধিকাংশই মনে করছেন। আশা করি, নির্ধারিত সময়ে ফল প্রকাশিত করতে পারবো।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে আজ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে