ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৯ ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৭:৫৩:৪৮
৯ ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ডুয়া নিউজ : ৯ ছাত্রীর বহিষ্কারের আদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল সাধারণ শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হেনস্থার অভিযোগে ওই ছাত্রীদের বহিষ্কার করা হয়।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংহতি জানিয়ে বক্তব্য দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্রশাসনকে অবিলম্বে নিরাপরাধ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার আহ্বান জানান। একইসাথে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় প্রক্টরের অপসারণের দাবিও তুলেন তারা।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলের সামনে নৌকার প্রতিকৃতি সরানোর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীকে হেনস্থার অভিযোগে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করল শিক্ষার্থীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে