ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

তিন কোম্পানির চাপে ইতিবাচক শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৭:২৪:৫২
তিন কোম্পানির চাপে ইতিবাচক শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা

ডুয়া নিউজ : আগের কর্মদিবসের ইতিবাচক প্রবণতার ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক প্রবণতায় লেনদেন দেখা যায়।

কিন্তু দিনভর ইতিবাচক প্রবণতায় থাকার পর শেষ বেলায় তিন বড় মূলধনী কোম্পানির চাপে নেতিবাচক প্রবণতায় টার্ন নেয় বাজার।

আজ প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ভাগে আগের দিনের চেয়ে ১০ পয়েন্টের বেশি বাড়লেও শেষ বেলায় ২.৬৯ পয়েন্ট কমে যায়। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ডিএসইএস কমে যায় ২.১২ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচক ২.৫২ পয়েন্ট বাড়তে দেখা যায়।

লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইর সূচক নামিয়েছে তিন বড় মূলধনী কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর কারণে আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ৪ পয়েন্ট। কোম্পানিগুলো হলো- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৮টির বা ৩৩.৭৪ শতাংশের, কমেছে ১৯৬টির বা ৭৭.৯২ শতাংশের এবং পরিবর্তন হয়নি ৭৫টির বা ১৮.৩৪ শতাংশের।

ডিএসইতে আজ ৪১৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪০১ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ১৯ লাখ টাকার বা ৪ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে