ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ডিপিএলে ক্লাবের মালিকানা নিলেন তামিম-মিজান

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৪:২৫:২৪
ডিপিএলে ক্লাবের মালিকানা নিলেন তামিম-মিজান

ডুয়া ডেস্ক : বিপিএলের সবশেষ দুই আসরে টানা চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল। দলটিকে শিরোপা এনে দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল অন্যতম।

একই সঙ্গে বরিশালের মালিক মিজানুর রহমানের নিবেদনও নজর কাড়ে, আর তামিমের সঙ্গে তার দারুণ রসায়ন নিয়ে হয়েছে বহু আলোচনা। মাঠের ভেতরে ও বাইরে একে অপরের প্রশংসায় ছিলেন তারা।

এবার তামিম ও মিজানকে একসঙ্গে দেখা যাবে ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নের দায়িত্ব নিয়েছেন এই দুইজন।

মিজানুর রহমান নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, জানিয়ে দিয়েছেন যে তারা এখন ক্লাবটির দায়িত্বে রয়েছেন।

তবে ক্লাবের কাউন্সিলরশিপ কে নেবেন—তামিম নাকি মিজান? এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মিজানুর রহমান। আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে