ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

স্টারলিংক বাংলাদেশে: ড. ইউনূসের পোস্টে ইলন মাস্কের মন্তব্য

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৩:৫৯:১৯
স্টারলিংক বাংলাদেশে: ড. ইউনূসের পোস্টে ইলন মাস্কের মন্তব্য

ডুয়া ডেস্ক : বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে এক ভার্চুয়াল বৈঠকে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক এক। বৃস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

এরপর, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ (সাবেক টুইটার) এ ড. ইউনূস একটি পোস্ট শেয়ার করেন যেখানে বাংলাদেশের জন্য স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সুবিধার প্রবেশের কথা উল্লেখ করেন। আর সেই পোস্টের মন্তব্যের ঘরে উত্তর দিয়ে আলোড়ন তৈরি করেছেন ইলন মাস্ক।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক্সে পোস্টে জানানো হয়, “মি. ইলম মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি। আশা করছি তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টারলিংক উদ্বোধন করতে পারবো।”

কিছুক্ষণের মধ্যে, ইলন মাস্ক ড. ইউনূসকে মন্তব্যের ঘরে উত্তর দেন, লিখে, “আমিও সেদিকে তাকিয়ে আছি (একসঙ্গে কাজ করার ব্যাপারে)।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে