ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয়কে দেশে ফেরত পাঠাল আমেরিকা

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১১:৩২:০৪
দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয়কে দেশে ফেরত পাঠাল আমেরিকা

ডুয়া ডেস্ক : অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অংশ হিসেবে এবার ১১৯ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফায় ট্রাম্প প্রশাসন এই ১১৯ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে আমেরিকা থেকে একটি উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠানো হয় ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ছিল দ্বিতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা। ওই উড়োজাহাজটি শনিবার রাত ১১টা ৪০ মিনিটে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায়।

অমৃতসর বিমানবন্দরে ভারতীয়দের বহনকারী উড়োজাহাজ পৌঁছানোর আগে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। সেসময় উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু, এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সন্ধ্যায় বিমানবন্দরে উপস্থিত হন।

এনডিটিভি জানায়, দ্বিতীয় দফায় ফেরত পাঠানো শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীদের মধ্যে পাঞ্জাব ছাড়াও অন্য রাজ্যের বাসিন্দাও রয়েছেন। এই ১১৯ অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন।

এ ছাড়া গুজরাটের ৮ জন, উত্তরপ্রদেশের ৩ জন, গোয়া রাজ্যের ২ জন, মহারাষ্ট্রের ২ জন, রাজস্থানের ২ জন, হিমাচল প্রদেশের একজন এবং জম্মু-কাশ্মিরের একজন।

এর আগে প্রথম দফায় গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। সামরিক বিমানে করে এসব অভিবাসীদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল। আজ রোববার তৃতীয় দফায় দেড় শতাধিক ভারতীয়কে ফেরত পাঠানোর কথা রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে