ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত দুপুরে

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১০:৫৬:১৭
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত দুপুরে

ডুয়া ডেস্ক : বিশ্ব ইজতেমার তৃতীয় ও শেষ পর্ব আখেরি মোনাজাতে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। দুপুর ১২টার মধ্যে শুরু হবে ইজতেমার আখেরি মোনাজাত। এতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ইতোমধ্যে ঢল নেমেছে মুসল্লিদের।

‌এই পর্বে অংশ নিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা। এ ধাপে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এর আগে তিনি হেদায়েতি বয়ানও করবেন।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করবেন। যার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত।

এদিকে, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দিন টঙ্গীর এলাকায় ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে ইজতেমা মাঠে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

প্রসঙ্গত, এর আগে গত ৩১ জানুয়ারি থেকে একই ময়দানে মাওলানা জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার বিশ্ব ইজতেমা গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে