ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জাতীয় দল থেকে শুরু, এখন যুক্তরাষ্ট্রেও সাকিবের দরজা বন্ধ

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১০:২২:২৫
জাতীয় দল থেকে শুরু, এখন যুক্তরাষ্ট্রেও সাকিবের দরজা বন্ধ

এক সময় বিশ্ব দাপিয়ে বেড়ানো ক্রিকেটার সাকিব আল হাসানের সবগুলো দরজায় একে একে বন্ধ হতে শুরু করেছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর একে একে বিপিএল, আইপিএল ও কাউন্টি লিগ থেকেও দল পাননি তিনি। অনেকে ভেবেছিলেন, অন্তত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) তার জন্য ভরসার জায়গা হবে। কিন্তু সেখানেও এবার কপাল পুড়েছে এই তারকার।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এমএলসির দলগুলো আগামী মৌসুমের জন্য রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। তবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তাদের স্কোয়াডে জায়গা দেয়নি সাকিবকে। বরং নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে দলটি।

শাহরুখ খানের মালিকানাধীন দলটি এবার মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে ধরে রেখেছে—অভিজ্ঞ ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসন। কিন্তু সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি তারা।

গত মৌসুমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন সাকিব। ব্যাট হাতে করেছিলেন ৬০ রান, আর বল হাতে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। তার বোলিং এখন কার্যকর না হওয়ায় ব্যাটসম্যান সাকিবের প্রতি দলগুলোর আগ্রহ কমে গেছে।

তবে এখনো তার জন্য শেষ সুযোগ রয়েছে প্লেয়ার্স ড্রাফটে। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এমএলসি ড্রাফটে যদি কোনো দল তাকে নেয়, তাহলে আবারো যুক্তরাষ্ট্রের লিগে খেলার সুযোগ পাবেন সাকিব। কিন্তু কেবল ব্যাটার সাকিবকে কি কোনো দল নিতে আগ্রহী হবে? উত্তর মিলবে কয়েক দিনের মধ্যেই।

উল্লেখ্য, সবশেষ গত বছরের নভেম্বরে আবুধাবি টি-টেন লিগে খেলতে দেখা গিয়েছিল সাকিবকে। এরপর ভারতে লিজেন্ড ৯০ লিগে খেলার কথা থাকলেও সুযোগ পাননি তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে