ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে সিরিজে নতুন অধ্যায় দক্ষিণ আফ্রিকার

২০২৪ ডিসেম্বর ১৪ ০৮:০০:৪৫
পাকিস্তানকে হারিয়ে সিরিজে নতুন অধ্যায় দক্ষিণ আফ্রিকার

ডুয়া নিউজ: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের কাছে গিয়েও ১১ রানে হেরেছে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচেও তারা প্রোটিয়াদের থেকে রক্ষা পায়নি।

সেঞ্চুরিয়ানে টসে জয়ী হয়ে আগে ব্যাট করতে নেমে সাইম আইয়ুবের বিধ্বংসী ব্যাটিংয়ে সফরকারীরা ২০৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিং করতে নেমে রিজা হেনড্রিক্স ও রাসি ভান ডার ডুসেনের দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা জয়লাভ করে। তারা ৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে, যেটা সিরিজে তাদের জয়কে নিশ্চিত করে।

দক্ষিণ আফ্রিকা বিশাল লক্ষ্য তাড়ায় নেমে প্রথমে ব্যাটিংয়ে হোঁচট খায়। স্কোরবোর্ডে মাত্র ৬ রান উঠতেই রায়ান রিকেলটনকে হারায় তারা, যিনি জাহানদাদ খানের বল মোকাবেলা করতে গিয়ে উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আবারও পাকিস্তানের এই বোলার আঘাত হানেন, যখন ম্যাথিউ ব্রিটজকেকে ১০ বলে ১২ রান করে শাহীন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে পাঠান।

প্রথম তিন ব্যাটারের পরে ২৮ রানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা, কিন্তু রিজা হেনড্রিক্স এবং রাসি ভান ডার ডুসেন চাপ মোকাবেলা করে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন।

অবশেষে হেনড্রিক্স ১১৭ রানে সাজঘরে ফেরেন। তার ইনিংসে ছিল ৭ চার ও ১০ ছক্কার সহায়তায় ৬৩ বলের ব্যাটিং।

শেষদিকে, ভান ডার ডুসেন ৩৮ বলে ৬৬ রানে এবং হেনরিখ ক্লাসেন ৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে জাহানদাদ খান দুটি এবং আব্বাস আফ্রিদি একটি উইকেট নেন।

টসে জিতে আগে ব্যাট চিকন পাকিস্তানও ভালো শুরু করতে পারেনি। দলীয় ১৬ রানে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে হারানো হয়। এরপর সাইম আইয়ুবের সঙ্গে ৪৫ বল খেলে ৮৭ রানের জুটি গড়েন বাবর আজম। বাবর ২০ বলে ৩১ রান করে ফিরে যান, কিন্তু সাইম আইয়ুব একটি প্রান্ত আগলে রেখে প্রোটিয়া বোলারদের ওপর চড়াও থাকেন।

উসমান খান মাত্র ৫ বল খেলে ৩ রান করে ফিরেন। তায়াব তাহির ৬ রান সব করার পর অবশেষে সাইম আইয়ুব ও ইরফান খানের মধ্যে ঘটে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব, যেখানে তারা ৭৩ রান যোগ করেন।

ইরফান ১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন, অন্যদিকে আব্বাস আফ্রিদি ৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। সাইম আইয়ুব ৯৮ রানে অপরাজিত থাকেন, ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। দক্ষিণ আফ্রিকার দাইয়ান গালিম এবং বার্টমান দুটি করে উইকেট নেন, জর্জ লিন্ডে নেন একটি উইকেট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে