ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

বদলে যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার ধরণ

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ২১:৩১:১১
বদলে যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার ধরণ

ডুয়া ডেস্ক: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে। এতে এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী জানিয়েছেন, এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।

বর্তমানে এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। তবে অনেকেই মনে করেন, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব নয় এবং কিছু মেধাবী শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষা থেকে বাদ পড়ে যান। তারা মনে করেন, দক্ষ এবং মানবিক চিকিৎসক তৈরির জন্য এই পদ্ধতিতে সংস্কার আনা প্রয়োজন।

এছাড়া এমসিকিউ পরীক্ষার মাধ্যমে একজনের মানবিক দিক যাচাই করা সম্ভব নয়, যা একজন চিকিৎসকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিচ্ছুদের মানবিকতা মূল্যায়ন করা হতে পারে।

ডা. সারোয়ার বারী আরও বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা আয়োজন করে, এতে মেধার যথাযথ মূল্যায়ন সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতানুযায়ী, এমবিবিএস ভর্তি পরীক্ষায়ও এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা চালু করা যেতে পারে। যদি আগামী শিক্ষাবর্ষে এটি সম্ভব না হয় তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হতে পারে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ১০৪টি মেডিকেল কলেজ রয়েছে এবং প্রতি বছর ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী এমবিবিএস পড়ার সুযোগ পায়। এই ভর্তি প্রক্রিয়ার আওতায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ভবিষ্যতে এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও যুক্ত হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে