ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা আওয়ামী লীগ নেতা

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ২০:১০:০২
পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা আওয়ামী লীগ নেতা

ডুয়া ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল (৪৫) আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেপ্তার হন। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জুয়েলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ২০২২ সালের নভেম্বরে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। অতীতে উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ডাকাতিয়া নদীর বালি উত্তোলন, উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানায়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার বলেন, "গ্রেপ্তার জুয়েল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছেন এবং তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আইনী পদক্ষেপ নেওয়া হবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে