ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্যানেল পরিচিতি ২২ ফেব্রুয়ারি

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৯:৪২:০৬
রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্যানেল পরিচিতি ২২ ফেব্রুয়ারি

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির প্যানেল পরিচিতি আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে বিকাল ৫টায় পরিচিতি সভাটি অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি শিরীন সুলতানাকে আহ্বায়ক এবং নাসিমা আক্তার শিমুকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক কাজী নাজিয়া হক রুনা, সাদিয়া আফরিন রুপু, সৈয়দা সানজিদা ও পারভিন আক্তার। সদস্যদের মধ্যে রয়েছেন- রেহানা আক্তার রানু, রোজী খানম, মাহফুজা শিরীন, শাহানা পারভীন, দেওয়ান শাহীন আফরোজ নিপুন, মুনিরা আক্তার রিক্তা, ফৌজিয়া ইয়াসমিন কুসুম, আয়েশা সিদ্দিকা মানি, রোকসানা খানম মিতুয়া ড. বিলকিস বেগম লুনা, শাম্মী আক্তার, ফরিদা ইয়াসমিন, জাহানারা পারভীন, ফারহানা ইয়াসমিন রুবি, শাহনাজ ইসলাম মুক্তা, কামনুর নাহার শান্তা, রাশিদা ইয়াসমিন (সিন্ধু), মনিরা সুলতানা, জিনিয়া নাসরিন শান্তা, কামরুন নাহার ডলি, উম্মে সালমা ডালিয়া, শামীম আরা লুনা, কামরুন নাহার মুকুল, শারমিন রুমা, কাউসার ইয়াসমিন (সুমনা), শাহিনুর নার্গিস, রুনা লায়লা, ফারহানা বাশার, সেলিনা শেলী, সাহারা খাতুন, তানজিলা আহমেদ, সুখী শুকুর, সাহিদা ইয়াসমিন, রোকেয়া জুঁই, নাজমিন সুলতানা নিপা, শাহানা সুলতানা পুষ্প, জান্নাতুল ফেরদৌসী, রুমা তাপসী, জেসরিনা হায়দার ও বিলকিস জাহান।

এছাড়া, কমিটি একইসঙ্গে ১০ জন সদস্যকে উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়। যারা হলেন-বেগম সেলিমা রহমান, সেলিমা আক্তার, মাহমুদা বেগম চপল, নাজমুন নাহার বেবী, নুরুন নাহার বুলবুল, মাকসুদা বাবলী, সাহানা আক্তার সানু, সরকার তাহমিনা সন্ধ্যা, আয়শা খানম ডালিয়া ও শামীম আরা লুনা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে