ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঢাবির ভর্তি পরীক্ষায় হল থেকে প্রশ্নের ছবি তুলে বাহিরে পাঠানোর চেষ্টা, আটক ১

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৯:১০:৩৮
ঢাবির ভর্তি পরীক্ষায় হল থেকে প্রশ্নের ছবি তুলে বাহিরে পাঠানোর চেষ্টা, আটক ১

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার হলে মুঠোফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাহিরে পাঠানোর চেষ্টা করার অভিযোগে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রের এই ঘটনা ঘটে। আটক শিক্ষার্থীর নাম শাজিদ আহমেদ এবং তার ভর্তি পরীক্ষার রোল নম্বর- ৩১৩২৫৫৮।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন সময়ে শাজিদ তার মুঠোফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাহিরে পাঠানোর চেষ্টা করেন। এটি সম্ভবত উত্তরপত্র প্রাপ্তির উদ্দেশ্যে করা হয়েছিল। বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসলে তাকে আটক করে লালবাগ থানায় হস্তান্তর করা হয়। ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে