ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা দিলেন বেসরকারি শিক্ষকরা

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৮:৩৩:১৩
অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা দিলেন বেসরকারি শিক্ষকরা

ডুয়া ডেস্ক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। আগামীকাল ১৬ ফেব্রুয়ারি (রোববার) অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষকরা দাবি করেছেন, বেতন স্কেলসহ সরকারি নিয়ম অনুযায়ী তাদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং শতভাগ উৎসবভাতা প্রদান করতে হবে। তারা বলেছেন, আজকের মধ্যে দাবি মেনে না নিলে আগামীকাল থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।

মাধ্যমিক ও কারিগরি শিক্ষা পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: রাশেদ মোশারফ জানিয়েছেন, "সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা প্রেস ক্লাব ছেড়ে যাবেন না। আজকের মধ্যে দাবি মেনে না নিলে কর্মবিরতি পালন করা হবে।"

তিনি আরও বলেন, "আমরা আশা করছি, সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। অন্যথায় কর্মবিরতি ছাড়াও আমরণ অনশনের ঘোষণা দেওয়া হবে।"

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি থেকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন কয়েকশ শিক্ষক। তাদের আন্দোলনে দিন দিন আরও বেশি শিক্ষক-কর্মচারী যোগ দিচ্ছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে