ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম, প্রজ্ঞাপন জারি

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৮:১০:৩২
বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম, প্রজ্ঞাপন জারি

ডুয়া ডেস্ক: বদলে গেল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এখন থেকে এটি শুধু 'জাতীয় স্টেডিয়াম' নামেই পরিচিত হবে। ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পল্টনের ঢাকা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে 'বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম' রাখা হয়। কিন্তু বর্তমান সরকারের সিদ্ধান্তে ,যা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে থাকা সব রাষ্ট্রীয় সংস্থার নাম পরিবর্তনের ধারাবাহিকতা সেই নামটি আবার পরিবর্তন করা হলো।

অর্গানাইজেশন, প্রতিষ্ঠান এবং স্থাপনার নামকরণ বাতিলে সরকারের সিদ্ধান্তের অংশ হিসেবেই এই পরিবর্তন। এর আগে সরকার প্রধান ও তার পরিবারের সদস্যদের নামে ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়েছিল। বর্তমান সরকার সেই ধারা থেকে সরে এসে, জেলা ও উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর নামও পরিবর্তন করেছে।

যেমন: সারাদেশে ১৫০টি উপজেলা স্টেডিয়াম 'শেখ রাসেল মিনি স্টেডিয়াম' নামে পরিচিত ছিল। যা সম্প্রতি পরিবর্তন করে স্ব স্ব উপজেলার নামে নামকরণ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে