ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

‘ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ’

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৭:৪৬:৪৭
‘ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ’

ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরুর হয়েছে। তিনি জানান, এই সরকারের পথচলায় জনগণের সমর্থন রয়েছে এবং একটি পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলেও কোনো সুবিধা করতে পারেনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট এবং গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের এই নতুন যাত্রা শুরু হয়েছে এবং এতে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে। তিনি জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্ব এবং দেশের মানুষ তাদের সঙ্গে আছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের একটি প্রতিবেদনে হাসিনা সরকারের নৃশংস হত্যাযজ্ঞের চিত্র প্রকাশিত হয়েছে, যা বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে।

সংস্কারের বিষয়ে তিনি জানান, রাজনৈতিক দলগুলোকেই সংস্কারের কাজটি করতে হবে। তবে কমিশন ও সরকার তাদের সহযোগিতা করবে।

বৈঠকের শুরুতে ড. ইউনূস গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণেই আজ এই আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

নির্বাচন আয়োজন নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে