ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির কালো অধ্যায়

২০২৪ ডিসেম্বর ১৪ ০৭:১২:১৪
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির কালো অধ্যায়

ডুয়া নিউজ:আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, যা আমাদের ইতিহাসের এক কালো অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে এক নৃশংস ও বর্বরচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল।

মুক্তিযুদ্ধে পরাজয়ের ভয় পেয়ে তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য এক সুপরিকল্পিত হত্যাকাণ্ডে লিপ্ত হয়। শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদের মতো দেশের বিভিন্ন ক্ষেত্রের শ্রেষ্ঠ মেধাগুলি এই হত্যাকাণ্ডের শিকার হয়।

শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মাত্র দুই দিন পর, ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। বিজয়ের পর শহীদদের মরদেহগুলি ঢাকা ও দেশের অন্যান্য স্থানে বুদ্ধিজীবীদের হাতে-পায়ের বাঁধন ও ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়।

আজ সকালে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধারা অন্যান্য স্মৃতিসৌধেও পুষ্পস্তবক অর্পণ করবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় কমিটি ঘোষণা করেছেন। তিনি মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়েছেন, যাতে দিবসটির পবিত্রতা রক্ষা পায়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য গণমাধ্যম ও বেসরকারি টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ প্রতিবেদন ও অনুষ্ঠান সম্প্রচার করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে