ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মিয়ানমার জান্তা প্রধানসহ ২৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৬:৫৭:০৮
মিয়ানমার জান্তা প্রধানসহ ২৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডুয়া ডেস্ক: আর্জেন্টিনার একটি আদালত রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যায় জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দেশটির বর্তমান জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, সাবেক প্রেসিডেন্ট তিন কিয়াও এবং গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তালিকায় মিন অং হ্লাইং, তিন কিয়াও এবং সু চি ছাড়াও আরও ২২ জন সামরিক কর্মকর্তার নাম রয়েছে। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিন অং হ্লাইং মিয়ানমারের সামরিক জান্তার নেতৃত্ব দিচ্ছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, রোহিঙ্গারা মিয়ানমারে বর্ণবাদী আচরণের শিকার। ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী তাদের ওপর গণহত্যা চালায়। যার ফলস্বরূপ প্রায় ১০ লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে।

গণহত্যার সময় অং সান সু চি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান ছিলেন এবং মিন অং হ্লাইং ছিলেন সেনাবাহিনীর প্রধান। তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নৃশংস হত্যা, নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ আনা হয়েছে।

রোহিঙ্গা অধিকার নিয়ে কাজ করা একটি গোষ্ঠীর অভিযোগে আর্জেন্টিনার আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এই পরোয়ারের প্রতিক্রিয়ায় মিয়ানমার জান্তা ক্ষোভ প্রকাশ করেছে। মুখপাত্র জাও মিন তুন বলেন, "আর্জেন্টিনা কি মিয়ানমারকে চেনে? মিয়ানমার সরকার আর্জেন্টিনাকে চেনে। আমরা আর্জেন্টিনাকে পরামর্শ দিতে চাই যে তারা যদি আইন অনুসারে মিয়ানমারের সমালোচনা করতে চায়। তবে প্রথমে তাদের অভ্যন্তরীণ বিচার বিভাগের জন্য প্রয়োজনীয় ও শূন্য বিচারক পদগুলো নিয়োগ করতে হবে।"

এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) জান্তা প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। প্রসিকিউটর করিম খান গত নভেম্বরে আবেদন করে জানান, মিন অং হ্লাইং রোহিঙ্গা গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধে জড়িত। আইসিসির প্রসিকিউটর কার্যালয় জানায়, ২০১৬-১৭ সালের সহিংসতার সময় সংঘটিত অপরাধ তদন্তে তারা পাঁচ বছর ধরে কাজ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে