ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ভালোবাসা দিবসে ইভটিজিংয়ের শিকার নারী সমন্বয়ক!

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৩:৩৮:০৬
ভালোবাসা দিবসে ইভটিজিংয়ের শিকার নারী সমন্বয়ক!

ডুয়া নিউজ : গতকাল ১৪ ফেব্রুয়ারি দেশব্যাপী তরুণ-তরুণীরা পালন করেছেন ভালোবাসা দিবস। একে অপরকে ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেছেন অনেকেই। তবে এর মাঝেই ইভটিজিংয়ের ঘটনা সামনে এলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের অন্যতম নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ইভটিজিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় বীথির সঙ্গে ছিলেন তাঁর দুই বোন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল জেলা শহরের ভিক্টোরিয়া ফুড জোনের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক বীথি তার দুই বোনসহ শুক্রবার রাতে শহরের ভিক্টোরিয়া ফুডজোনের সামনে যান। সেখানে চারজন যুবক তাদের ইভটিজিং করে। এসময় ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তাদের সাথে খারাপ আচরণ করে অভিযুক্তরা। এদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, অমিয় ও মুন্না। অন্য দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

ভুক্তভোগী সমন্বয়ক বীথি জানান, ‘শহরের সাত্তার শপিংয়ের সামনে থেকে অভিযুক্তরা তাদের অনুসরণ করে আসছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুড জোনে আসার পর তারা ইভটিজিং করে। এ সময় অভিযুক্তরা বিভিন্ন মন্তব্য করে। পরে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তারা খারাপ আচরণ করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’

এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন সমন্বয়ক ফাতেমা রহমান বীথি।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বলেন, তিনি ঘটনার সম্পর্কে অবগত নন। এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে