ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মেয়েদের বিয়ের বয়স বাড়াল কুয়েত

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১১:৩৪:১৪
মেয়েদের বিয়ের বয়স বাড়াল কুয়েত

ডুয়া ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে যেখানে মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি উঠছে সেখানে বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সরকার। দেশটির বিচারমন্ত্রী নাসের আল সুমাইত জানিয়েছেন, শিশুদের অধিকার রক্ষা এবং পারিবারিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংযুক্ত আরব

সম্প্রতি আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, এর আগে কুয়েতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৫। অপরদিকে ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৭। এবার ছেলে ও মেয়ে উভয়ের জন্যই বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করেছে দেশটির সরকার।

কুয়েত সরকার জানিয়েছে, শিশু অধিকার সংক্রান্ত কনভেনশন এবং নারীদের বিরুদ্ধে সমস্ত ধরনের বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশনসহ আন্তর্জাতিক পরিসরে তাদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে বিয়ের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালে দেশটিতে ১ হাজার ১৪৫টি বাল্যবিবাহ হয়েছে বলে জানিয়েছেন কুয়েতের বিচারমন্ত্রী নাসের আল সুমাইত।

গবেষণায় দেখা গেছে, কুয়েতে প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিয়ের আগে স্বামী-স্ত্রীর মানসিক ও সামাজিক পরিপক্কতার অভাবের কারণে এসব বিচ্ছেদের ঘটনা ঘটছে।

কুয়েতের বিচারমন্ত্রী জানিয়েছেন, তারা তরুণ-তরুণীদের সুরক্ষা, বিবাহবিচ্ছেদের হার কমানো এবং পারিবারিক স্থিতিশীলতা বৃদ্ধি করার জন্য বিবাহের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে