ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আজ মুক্তি পাচ্ছে ৩৬৯ ফিলিস্তিনি

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১০:৩০:৪৯
আজ মুক্তি পাচ্ছে ৩৬৯ ফিলিস্তিনি

ডুয়া ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) আরও ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল সরকার। এই মুক্তির বিনিময়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, মুক্তির জন্য অপেক্ষমাণ ৩৩৩ জন ফিলিস্তিনি গাজার বাসিন্দা, যাদের গ্রেপ্তার করা হয়েছিল ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর। বাকি ৩৬ জনের সাজা ছিল যাবজ্জীবন।

বিনিময়ে মুক্তি পাওয়া তিন ইসরায়েলি জিম্মির নাম পাঠানো হয়েছে হামাসের পক্ষ থেকে। এরা হলেন- সাশা ত্রোউফানভ, সাগুই দেকেল-শেন এবং আয়ার হর্ন। তারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে গাজায় নিয়ে যাওয়া ২৫১ জনের মধ্যে ছিলেন।

আল কাসেম ব্রিগেডের মুখপাত্র হাজেম কাসেম জানান, মুক্তির প্রক্রিয়া হবে ‘যথাযথ পদ্ধতিতে’, যা ফিলিস্তিনের ‘সংস্কৃতি ও ইসলামের শিক্ষা’ প্রতিফলিত করবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের জোড়া হামলায় ইসরায়েলে ১২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে অপহরণ করা হয়। এই হামলার জবাবে গাজায় শতাব্দীর নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু করে দখলদার ইসরায়েল। তাদের বর্বর হামলায় গাজায় ৪৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। দীর্ঘ ১৫ মাস ইসরায়েলি ধ্বংসযজ্ঞের পর গত ১৯ জানুয়ারি ফের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে উভয় পক্ষ মুক্তির প্রক্রিয়া শুরু করেছে।সূত্র : আনাদোলু

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে