ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে মূলধন ফিরেছে ১৬ হাজার কোটি টাকা

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ০৯:৪৭:২৬
সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে মূলধন ফিরেছে ১৬ হাজার কোটি টাকা

ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি) ধারাবাহিক উত্থানে দেশের শেয়ারবাজারে মূলধন ফিরেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। আগের সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি) মূলধন ফিরেছিল ৯ হাজার কোটি টাকার বেশি। এ তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিদায়ী সপ্তাহে মূলধন বৃদ্ধির পাশাপাশি শেয়ারবাজারের সবগুলো সূচকও বেড়েছে। বেড়েছে টাকার অংকে লেনদেনও।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১.৪৮ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৬.২১ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯.১১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৭.৯৩ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৫.৭৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের।

আলোচ্য ডিএসইতে ৮৬ কোটি ৭৫ লাখ ৬০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকার।

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৯৩৯ কোটি ৯০ লাখ টাকায়।

সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা বা ২.৩৫ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.২৩ পয়েন্ট বা ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৯.৪৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টি, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৪৭১ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৭৮৫ টাকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে