ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুয়েট

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ০৯:৩৮:০২
আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুয়েট

ডুয়া নিউজ : আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ডিজাইন করা ফেরি নাইজা স্পিরিট বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে।

এ প্রতিযোগিতার আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (ডব্লিওএফএসএ)। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এর ১২তম আসর। ফলাফল প্রকাশ করা হয় গত ৯ ফেব্রুয়ারি।

জানা যায়, এবারের আসরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. জোবায়ের ইবনে আওয়ালের তত্ত্বাবধানে সাত সদস্যের দল ‘টিম ব্ল্যাক পার্ল’ বিশ্ব চ্যাম্পিয়ানের খেতাব অর্জন করে। তাদের পরিবেশবান্ধব ও উদ্ভাবনী ডিজাইন এবং সৃজনশীলতা বিচারকদের মুগ্ধ করেছে।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে ইন্দোনেশিয়ার শিপবিল্ডিং ইনস্টিটিউট অব পলিটেকনিক সুরাবায়া। আর যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করে আইটিএস ইন্দোনেশিয়া এবং ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়া।

বিজয়ী বুয়েটের ‘টিম ব্ল্যাক পার্ল’র সদস্যরা হলেন- মো. সাফায়েত হোসেন শিশির (দলনেতা), মো. আব্দুল কাদের, আবু রাসেল, মাহমুদুল হাসান শাহেদ, আফিফ বিন হাবিব অমিও, মো. আতিকুর রহমান ও মো. কাউসার মাহমুদ জিদান।

প্রথম স্থান অর্জন করায় ৫ হাজার ডলার পুরস্কার পেয়েছে টিম ব্ল্যাক পার্ল। অন্যদিকে দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য বরাদ্দ ছিলো যথাক্রমে ৩ হাজার এবং ১ হাজার মার্কিন ডলার। এর আগে ১১তম, ১০ম এবং ৯ম আসরে টিম ব্ল্যাক পার্ল যথাক্রমে দ্বিতীয়, অনারেবল মেনশন এবং তৃতীয় স্থান অর্জন করেছিল।

এবারের প্রতিযোগিতায় ফেরির রুট ছিল নাইজেরিয়ার লাগোস শহরের অভ্যন্তরীণ জলপথ। এই জলপথটি অত্যাধিক জনবহুল এবং পরিবহন ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করে। ‘টিম ব্ল্যাক পার্ল’ তাদের ডিজাইন করা ফেরিটি ২০০ যাত্রী পরিবহন করতে সক্ষম এবং এটি বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়, যা পরিবেশবান্ধব। তাদের ডিজাইনে ব্যবহৃত হয়েছে রিচার্জেবল ব্যাটারি এবং জরুরি ব্যবহারের জন্য সৌর শক্তি ও হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবস্থারও পরিকল্পনা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে ডব্লিওএফএসএ বিশ্বজুড়ে ফেরি দুর্ঘটনা কমানোর লক্ষ্যে নিরাপদ ফেরি ডিজাইন ও পরিচালনার কাজ করে আসছে। বিগত কয়েক বছর ধরে এ প্রতিষ্ঠান নিরাপদ ফেরি ডিজাইন করা ছাড়াও পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে