ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আন্দোলনরতদের ছত্রভঙ্গ করেন পুলিশ সদস্য, ভালবাসা জানালেন আসিফ নজরুল

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৯:০৪:৪৮
আন্দোলনরতদের ছত্রভঙ্গ করেন পুলিশ সদস্য, ভালবাসা জানালেন আসিফ নজরুল

ডুয়া ডেস্ক: আওয়ামী লীগ সরকারসহ বিভিন্ন সময়ে আন্দোলন দমনে পুলিশের লাঠিচার্জের সমালোচনা হলেও সম্প্রতি একজন পুলিশ সদস্যের ভূমিকার প্রশংসা করছেন অনেকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার সময় ওই পুলিশ সদস্য লাঠি দিয়ে সড়কের ওপর আঘাত করছেন, যা শরীরে কোনো আঘাত না করেই জনতাকে সরিয়ে দিতে সহায়ক হয়েছে।

উপদেষ্টা আসিফ নজরুল ভিডিওটি শেয়ার করে ওই পুলিশ সদস্যের প্রতি ভালোবাসা জানিয়েছেন।

ফেসবুকে জুবায়ের জুয়েল রানা ভিডিওটি শেয়ার করে এটিকে 'সেরা পুলিশিং' হিসেবে অভিহিত করেছেন। মন্তব্যে কাজী হাকিম আশা প্রকাশ করেছেন। পুলিশের মধ্যে এমন ইতিবাচক পরিবর্তন আসবে এবং মানুষ তাদের উপর আস্থা ফিরে পাবে। মোহাম্মদ আশফাক নামের আরেকজন এমন মানসিকতার পুলিশ সদস্যকে শ্রদ্ধা জানিয়েছেন। তবে কিছু সদস্যের নেতিবাচক আচরণে হতাশা প্রকাশ করেছেন।

১৩ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে পুলিশের লাঠি ব্যবহারের কৌশল প্রশংসিত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে