ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিএসএফের পোশাক পরে গরু চোরাচালান, অতঃপর

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৮:৪৭:৫৫
বিএসএফের পোশাক পরে গরু চোরাচালান, অতঃপর

ডুয়া ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বিএসএফ। চোরাকারবারিদের এই কৌশল সীমান্তরক্ষীদেরও অবাক করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারজন চোরাকারবারিকে আটক করে। এ সময় তারা চোরাচালানের প্রস্তুতি নিচ্ছিল।

অন্যদিকে পান্নাপুর সীমান্ত থেকে বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের পোশাক পরিহিত তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে ধারালো ছুরি, চাকু ও নকল প্লাস্টিকের বন্দুক উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। এ সময় তাদের কাছ থেকে দুটি মহিষ জব্দ করা হয়। এছাড়া ৮৯৭ বোতল ফেনসিডিলসহ আরও একজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের এবং জব্দকৃত মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র জানিয়েছেন, চোরাচালান ও বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে তারা সীমান্তে কঠোর পদক্ষেপ নিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে