ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জানুয়ারিতে তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রিতে!

২০২৪ ডিসেম্বর ১৩ ২৩:৩০:৩৬
জানুয়ারিতে তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রিতে!

ডুয়া নিউজ: দেশের তিন জেলা—পঞ্চগড়, রাজশাহী এবং চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারিতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে দুপুরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে আবহাওয়া অফিস তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত সেই পূর্বাভাসে জানানো হয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে মোট ১২টি শৈত্যপ্রবাহ এবং শিলাবৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে।

তাদের পূর্বাভাস অনুযায়ী, এই তিন মাসে অন্তত তিনটি এবং সর্বোচ্চ আটটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের ঘটনা ঘটতে পারে। তবে দেশের উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে তিন থেকে চারটি তীব্র শৈত্যপ্রবাহ বইতে পারে।

সাধারণভাবে, তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে তা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়; ৬ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি শৈত্যপ্রবাহ; ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে