ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ফের যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৭:৫৫:০২
ফের যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

ডুয়া ডেস্ক: গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম সার কারখানা জামালপুর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল) পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে এ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উৎপাদন শুরু হলেও পুরোপুরি উৎপাদনে যেতে প্রায় ১০-১২ দিন সময় লাগবে।

সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় ১৯৯১ সালে এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) এর নিয়ন্ত্রণাধীন এই কারখানাটি দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া সার উৎপাদন করত।

কারখানাটির নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক গড়ে ৪২-৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন। কিন্তু গ্যাস স্বল্পতা ও অন্যান্য ত্রুটির কারণে উৎপাদন কমে গিয়ে এক হাজার ২০০ টনে নেমে আসে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এর ফলে কারখানার হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন এবং মূল্যবান যন্ত্রাংশ অকেজো হওয়ার উপক্রম হয়। পরবর্তীতে শ্রমিক-কর্মচারীরা গ্যাস সরবরাহ এবং উৎপাদন পুনরায় চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন জানান, চাহিদানুযায়ী গ্যাস না পাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বৃহস্পতিবার রাতে গ্যাসের চাপ বৃদ্ধি করার পর উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। পুরোপুরি উৎপাদনে যেতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে।

উল্লেখ্য, এই কারখানা থেকে জামালপুর জেলাসহ শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ী ও উত্তরবঙ্গের ১৬ জেলার প্রায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে ইউরিয়া সার সরবরাহ করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে