ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চমক রেখে চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা আইসিসির

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৭:০৩:০০
চমক রেখে চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা আইসিসির

ডুয়া ডেস্ক: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। এবারের আসরে প্রাইজমানির পরিমাণ বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।

আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রাইজমানি তালিকা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা)। রানার্স আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা)।

সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার (প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা) করে। পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা) করে। সপ্তম ও অষ্টম দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা) করে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা)। এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো ৩৪ হাজার ডলার (প্রায় ৪১ লাখ ৮ হাজার টাকা) করে পাবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট শুরু হবে। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও দুবাইয়ের চারটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।

আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে। গ্রুপ এ-তে আছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ বি-তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। গ্রুপ পর্বে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে