ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ঢাবি’র প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই তালিকায় যুক্ত হওয়ার আহ্বান 

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৫:৩৮:১৭
ঢাবি’র প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই তালিকায় যুক্ত হওয়ার আহ্বান 

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুরে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার এক পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রাক্তণ শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

এ টি এম আবদুল বারী ড্যানী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ এখানে উপস্থিত হয়ে অত্যন্ত ভালো লাগছে। সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল অ্যালামনাই সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের ওয়েবসাইটে ফর্ম দেওয়া আছে। সেখানে ডিটেইলস ও এক কপি ছবি দিয়ে পাঁচ হাজার টাকা দিলেই অটোমেটিক ফর্মগুলো জমা হবে।’

তিনি আরও বলেন, ‘আগে আমরা অনেকেই ইচ্ছে থাকা শর্তেও অ্যালামনাইয়ের সদস্য হতে পারি নাই। অনেকে আবেদন করেও সদস্য হতে পারেননি। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের খুঁজে বের করছি, বিভাগে বিভাগে প্রোগ্রাম করছি। আমরা সকলকে মূল অ্যালামনাইয়ের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, যে যেখানে আছেন, আমরা সবার সাথে একটি সেতুবন্ধন করতে চাই, সবার সাথে সম্পৃক্ত হতে চাই, সবার সুখ-দুঃখের খবর রাখতে চাই, সবার পাশে থাকতে চাই।’

দিনব্যাপী এ পুনর্মিলনীতে খুলনা ও এর বিভিন্ন জেলায় বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। স্মৃতিচারণ, আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনে মুখর ছিল এ মিলনমেলা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে