ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনার পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৪:৪৫:১৬
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনার পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি: ‘স্মৃতিতে অমলিন, প্রাণের বন্ধন’- এ স্লোগানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগের পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় খুলনার খালিশপুরের ক্রিসেন্ট জুট মিল অফিসার্স ক্লাবে এ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সাবেক জিএস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।

অনুষ্ঠানে ডুয়া’র সদস্য সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন- ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য রশিদ আহমেদ মামুন, বায়েজীদ বোস্তামী (দপ্তর), সদস্য মো. তহা, অর্থ উপ-কমিটির সদস্য সচিব নাজমুস সায়াদাত প্রমুখ।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ও সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শামীম হোসেনের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার মহাসচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরিফ মোহাম্মাদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘আমরা যেখানেই যায় না কেন, যখনই আমরা শুনি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনই একে অপরের প্রতি একটা আন্তরিকতা চলে আসে। সেটা বাংলাদেশের ভেতরে হোক, কিংবা বাংলাদেশের বাইরে হোক। আমি যখন দেশের বাইরে কোথাও গিয়েছি, সেখানে কোনো অনুষ্ঠানে বা আলোচনা সভায় যখনই শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়, অটোমেটিক্যালি টান অনুভব করি। ওখানে কিন্তু আমরা কখনোই চিন্তা করি না কে কোন দলের, কে কোন মতের, এটা আমরা সাধারণত ভুলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধনটা এমনই অটুট থাকে যে, যে অবস্থায় থাকুক না কেন, সম্পূর্ণভাবে একটি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বিরাজমান থাকে। এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের শক্তি।’

সম্মানিত অতিথির বক্তব্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী সবাই শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ এখানে উপস্থিত হয়ে অত্যন্ত ভাল লাগছে। সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল অ্যালামনাই সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের ওয়েবসাইটে ফর্ম দেওয়া আছে। সেখানে ডিটেইলস ও এক কপি ছবি দিয়ে পাঁচ হাজার টাকা দিলেই অটোমেটিক ফর্মগুলো জমা হবে।’

তিনি আরও বলেন, ‘আগে আমরা অনেকেই ইচ্ছে থাকা শর্তেও অ্যালামনাইয়ের সদস্য হতে পারি নাই। অনেকে আবেদন করেও সদস্য হতে পারেননি। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের খুঁজে বের করছি, বিভাগে বিভাগে প্রোগ্রাম করছি। আমরা সকলকে মূল অ্যালামনাইয়ের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, যে যেখানে আছেন, আমরা সবার সাথে একটি সেতুবন্ধন করতে চাই, সবার সাথে সম্পৃক্ত হতে চাই, সবার সুখ-দুঃখের খবর রাখতে চাই, সবার পাশে থাকতে চাই।’

দিনব্যাপী এ পুনর্মিলনীতে খুলনা ও এর বিভিন্ন জেলায় বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। স্মৃতিচারণ, আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনে মুখর ছিল এ মিলনমেলা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে