ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ২২:৩৭:৩৭
অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

ডুয়া নিউজ : গত জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন যখন স্থিমিত হওয়ার পর্যায়ে, তখন জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন তারা। এই আন্দোলনে নিহত হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। এবার এসব শহীদদের আত্মত্যাগ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং আহত শিক্ষার্থীদের সঠিক চিকিৎসা প্রদানের দাবি জানিয়ে প্রস্তাবনা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পুনাব)।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুনাবের সদস্য সচিব আসিফ রেজা ও প্রধান মুখপাত্র নাজমুল আহসান।

জুলাই আন্দোলনে আহত ও নিহতদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলেও তাদের অনেকেই এখনও চিকিৎসাজনিত অবহেলায় ভুগছেন। এছাড়া আন্দোলন পরবর্তী সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। আমরা সরকার, সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানাই, যেন তারা এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে।

আহত ও শহীদের সঠিক মূল্যায়নের জন্য পুনাবের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাবনা দেওয়া হয়। সেগুলো হলো-

১) ট্রমা হাসপাতাল প্রতিষ্ঠা : আহতদের সুচিকিৎসার জন্য দ্রুত একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করে বর্তমানে চিকিৎসাধীন সব আহতদের সেখানে স্থানান্তর করতে হবে।

২) শহীদদের আনুষ্ঠানিক স্বীকৃতি : প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

৩) সুষ্ঠু তদন্ত ও বিচার : খুনি, ফ্যাসিস্ট ও দমনমূলক হামলাকারীদের দ্রুতবিচার নিশ্চিত করতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে