ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আয়নাঘর নিয়ে যা বললেন শামসুজ্জামান দুদু

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ২১:১২:১৪
আয়নাঘর নিয়ে যা বললেন শামসুজ্জামান দুদু

ডুয়া নিউজ: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ‘আয়নাঘর’ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আয়নাঘরের ঘটনাগুলো যেভাবে আসছে, তা দুঃখজনক, ভয়ংকর ও বিপজ্জনক।

তিনি বলেন, আয়নাঘরে রাজনৈতিক নেতাকর্মীদের বন্দী করে অমানবিক জীবন যাপন করতে বাধ্য করা হতো। সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তারাও ছিলেন।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক বলেন, আয়নাঘর পরিদর্শনে বিদেশি সাংবাদিকদের নেওয়া হলেও দেশীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি, যা দুঃখজনক।

শামসুজ্জামান দুদু মনে করেন, সরকার বিশৃঙ্খলাপূর্ণভাবে কাজ করছে এবং কখন কী করতে হবে তা বুঝতে পারছে না। তিনি অভিযোগ করেন, বিগত সরকার নির্বিচারে খুন ও গুমের মাধ্যমে দেশকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গেছে।

তিনি অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি তারা খুনিদের বিচার করতে না পারে, তাহলে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার তাদের নেই। তিনি শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানান।

নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনর রশিদ, যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে