ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আজ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫৬৬

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ২১:১০:১৮
আজ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫৬৬

ডুয়া নিউজ : দেশব্যাপী আজও চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। এর মাধ্যমে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সদরদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এ ঘটনার পরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ এই অভিযান শুরু হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে