ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি; পদ ১ হাজার ৮২৫

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ২১:০৩:১২
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি; পদ ১ হাজার ৮২৫

ডুয়া ডেস্ক : একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৮২ ক্যাটাগরিতে ৯ম, ১০ম ও ১২তম গ্রেডে এক হাজার ৮২৫টি পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র চেয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের (উচ্চতর স্কেলসহ ৯ম-১২তম গ্রেড) সর্বমোট ৮২ ক্যাটাগরির ১,৮২৫টি পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট নির্দেশাবলি কর্ম কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর Web address: http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।

আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন, চলবে আগামী ২০ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন জমা দেওয়ার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৩ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়সীমা পার হলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

ফি জমা দেওয়ার আগে আবেদনপত্রে সংশোধনের সুযোগ থাকবে। প্রার্থীদের অবশ্যই আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। একবার ফি জমা হলে, আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। রেজিস্ট্রেশনের শেষ তারিখের পর কোনো তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে