ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ভালোবাসা পদক’

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ২০:০৮:০৩
দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ভালোবাসা পদক’

ডুয়া নিউজ : দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘ভালোবাসা পদক’। পদকটি ভালোবাসা দিবস উদযাপন পর্ষদের উদ্যোগে দৈনিক যায়যায়দিন ও ইষ্টিশন কমিউনিকেশন্সের যৌথ আয়োজনে প্রদান করা হবে বলে জানা গেছে।

এ উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত হবে একটি সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান ও তাঁর স্ত্রী তালেয়া রেহমান।

জানা যায়, বাংলাদেশে ভালোবাসা দিবস উদযাপনের অন্যতম পথিকৃৎ শফিক রেহমান। ১৯৯৩ সালে বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভালোবাসা দিবস উদযাপন শুরু করেন তিনি।

সে সময় তাঁর সম্পাদিত সাপ্তাহিক 'যায়যায়দিন' পত্রিকায় দিবসটি নিয়ে ব্যাপক প্রচার চালানো হয়। এর ফলে তরুণদের মধ্যে দিবসটি জনপ্রিয়তা অর্জন করে। এরপর থেকে এটি দেশজুড়ে উদযাপিত হয়ে আসছে।

উল্লেখ্য, শফিক রেহমান টেলিভিশনে ‘লাল গোলাপ’ নামের অনুষ্ঠান নির্মাণ করেন। যার পুরোটাই সাজানো থাকে ভালোবাসার নানান বার্তা দিয়ে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর



রে