ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গুচ্ছ থেকে বেরিয়ে গেল আরেক বিশ্ববিদ্যালয়

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ২০:০৪:০৬
গুচ্ছ থেকে বেরিয়ে গেল আরেক বিশ্ববিদ্যালয়

ডুয়া ডেস্ক: ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে গুচ্ছ পদ্ধতির (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) যাত্রা শুরু হলেও নানা সমস্যা এবং দীর্ঘ প্রক্রিয়ার কারণে সেশনজট বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতি থেকে সরে এসেছে।

সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে আসার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-ও একই পথে হেঁটেছে। এবার এই তালিকায় যুক্ত হলো দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সর্বশেষ অনলাইন মিটিংয়ে (১২ ফেব্রুয়ারি) হাবিপ্রবির গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি ইউজিসির অডিটোরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভা শেষে অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে থাকবে বলে জানিয়েছিলেন।

অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ জানান, হাবিপ্রবি তাদের নিজস্ব ভর্তি পরীক্ষার কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে এবং কিছু জটিলতার কারণে তারা গুচ্ছ পদ্ধতিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে বদ্ধপরিকর।

তিনি আরও জানান, গুচ্ছ পদ্ধতির মানোন্নয়নে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। খুব শীঘ্রই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে