ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান বাংলাদেশ

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৯:২৭:৫০
সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান বাংলাদেশ

ডুয়া ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নতুন ভিসা পাওয়া সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটের দাম কমিয়েছে। এই বিশেষ ছাড়ের নাম দেওয়া হয়েছে 'ওয়ার্কার ফেয়ার'।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জানানো হয়, প্রথম ধাপে এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য আগের ভাড়া যথাক্রমে ৪৮০, ৪০০, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে এখন থেকে ৩৬০ ডলার (ট্যাক্স ব্যতীত) ভাড়া নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য ভাড়া ১৭৫-১৮০ ডলারের বদলে ১৫০ ডলার (ট্যাক্স ব্যতীত) ধার্য করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডধারী কর্মীরাই এই বিশেষ ছাড়ে ভ্রমণ করতে পারবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে