ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চবির এক শিক্ষার্থীর সনদ বাতিলসহ ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৯:২০:০৯
চবির এক শিক্ষার্থীর সনদ বাতিলসহ ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ডুয়া নিউজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীর গায়ে হাত তোলার দায়ে তাকে বহিষ্কার করা হয়।

এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ধর্মীয় অবমাননার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজনকে ২ বছরের জন্য এবং আরেকজনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপাচার্য কার্যালয়ে উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “বহিষ্কৃতদের বিরুদ্ধে স্ব স্ব বিভাগে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়া সাময়িক বহিষ্কৃতদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে তা জানতে চেয়ে নোটিস দেওয়া হবে।”

জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে স্থাপিত নৌকার প্রতিকৃতি ভাঙাকে কেন্দ্র এসব ঘটনা ঘটে। এরপর তদন্ত তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। কমিশনের প্রতিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হলো।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে